সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ফলতা :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: এসআইআর-এর কাজ খতিয়ে দেখতে এসে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান।
বিক্ষোভকারী মহিলারা তৃণমূলের কর্মী সমর্থক হিসেবে পরিচিত। বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই পর্যবেক্ষক ফলতা ব্লক অফিসে আসেন
সেখানে বেশ কিছুক্ষণ বয়স্ক ভোটারদের তালিকা যাচাই করে বিডিও সানু বক্সীকে সঙ্গে নিয়ে সোজা চলে আসেন দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাচালি এলাকায়। ৮৫, ৮৬ এবং ৮৭ নম্বর বুথে বয়স্ক ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরতে থাকেন। তারা জীবিত না মৃত খতিয়ে দেখেন ভোটারদের বাড়িতে পৌঁছে।
তবে পর্যবেক্ষক ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা তাঁকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন আবসের বাড়ি মিলল না, কেন ১০০ দিনের টাকা বন্ধ রাখা হয়েছে, প্রশ্ন তুলে স্লোগান দিতে শুরু করেন মহিলারা।
এ বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস বিষোদগার উগরে দেন । তিনি জানান অভিষেক ব্যানার্জী ঘনিষ্ট জাহাঙ্গীর পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে সামনে প্রমীলা বাহিনীকে রেখে ।

