নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: এনজেপি রেল স্টেশনের পার্সেল বিভাগে কর্মরত শ্রমিকদের অনেকদিনের ক্ষোভ ফেটে পড়ল। ১১ মাস যাবত বকেয়া বেতন না পাওয়ার কারণে প্রতিবাদ জানালেন পার্সেল লেবার ইউনিটের শ্রমিকরা।
রাস্তায় নামলেন পার্সেল লেবার ইউনিটের শ্রমিকরা। অন্ততপক্ষে শতাধিক শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন নিউ জলপাইগুড়ি আইএনটিটিইউসি টাউন ব্লক-৩–এর সভাপতি সুজয় সরকার।
শ্রমিকদের অভিযোগ, গত এক বছরে রেলের পার্সেল বিভাগ কন্ট্রাক্টরের অধীনে চলে যাবার পর থেকেই গড়িমসি শুরু করে কন্ট্রাক্টর। বেতন, হাজিরা, কাজের নিয়ম সর্বক্ষেত্রে স্বচ্ছতা নেই। বারংবার দাবি জানিয়েও সমস্যার সমাধান না হওয়ার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে সরব হন।
বুধবার এনজেপি এরিয়া অফিসে আইএনটিটিইউসি–র পক্ষ থেকে একটি ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১১ মাসের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার পাশাপাশি আরো বেশ কিছু দাবি ছিল।

