নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: শীতলকুচি ব্লকের বড়মরিচা বাজার সংলগ্ন পেটলা নেপাড়া এলাকায় রান্নার গ্যাস পাইপ লিক হয়ে হঠাৎই আগুন লাগে একটি ঘরে।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনার পর মুহূর্তের মধ্যে উপরের তলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং খবর দেন শীতলকুচি দমকল বিভাগে।
খবর পেয়ে শীতলকুচি দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিকের দাবি, প্রায় ১০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি, তবে সম্পত্তির ব্যাপক ক্ষতি হওয়ায় বাড়ির মালিক পরিবার কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে।

