নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: শীতলকুচি কৃষি মান্ডি সংলগ্ন এলাকায় দশটার দিকে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় গুরুতর জখম হলেন দুই দুজন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি মান্ডির দ্বিতীয় গেট দিয়ে বের হয়ে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবতীকে। ধাক্কার তীব্রতায় ওই যুবতীর পা ভেঙে যায়।
একই সঙ্গে বাইক আরোহীর হাতও ভেঙে গুরুতর জখম হয়। দু’জনকেই দ্রুত শীতলকুচি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, কৃষি মান্ডি সংলগ্ন এই রাস্তা দিয়ে প্রতিদিনই বেপরোয়া গতিতে বাইক ও গাড়ি ছুটে যায়। ফলে দুর্ঘটনার প্রবণতা বেড়ে চলেছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে শীতলকুচি থানার পুলিশ।

