আসানসোলে এস আই আরের ফর্ম জমা দেওয়া শেষ হল ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ১২,ডিসেম্বর :: এস আই আরের ফর্ম জমা দেওয়া শেষ হল । আর আই শেষ দিনে পশ্চিম বর্ধমান জেলায় SIR এর নিয়ে জেলা শাসক দপ্তরে সভাগৃহে বিশেষ অবজারভার কৃষ্ণ কুমার নিরালা,

জেলা শাসক এস পোন্নমবলম,মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য্য,প্রশাসনের অনান্য আধিকারিক, ইআরও সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

SIR নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়।বৈঠক শেষে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম জানিয়েছেন এখনও পর্যন্ত এই জেলায় এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ প্রায় হয়ে গেছে ।

তবে এই জেলায় এখনও পর্যন্ত মোট মৃত ভোটার ৯৬৫৪৭, এবসেন্ট ভোটার ৭১৩৬১ ,স্থানান্তরিত ভোটার ১৩১১৬০। এক কথায় বলা যায় ৩ লক্ষ৬ হাজার ৪৬০  ফর্ম জমা পড়ে নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 13 =