নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১২,ডিসেম্বর :: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজরকাড়ল এক খুদে। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্ৰামের বিল্লেশ্বর অঞ্চলের বড় মালিহা গ্রামের খুদে প্রতিভা সৌমিকা ঘোষ গড়ে ফেলল অনন্য রেকর্ড।
বাংলার পাশাপাশি ইংরেজিতেও দক্ষতার পরিচয় দিয়েই এই কৃতিত্ব অর্জন। বয়স মাত্র দেড় বছর। তবুও তার প্রতিভায় মুগ্ধ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কর্তৃপক্ষ।
অল্প বয়স থেকেই সৌমিকা সহজেই বলতে পারে ২০টি পশুর নাম,২০টি ফল,২০টি সবজি, ২০টি পাখি , ২০টিরও বেশি ছড়া অন্যান্য জীবের নাম,শরীরের বিভিন্ন অংশের নামের পাশাপাশি
নিজের নাম-ঠিকানা ও পরিবারের সদস্যর নাম বলতে পারে। শুধু তাই নয় A থেকে Z পর্যন্ত অজস্র শব্দ অনায়াসে বলে দিতে পারে সৌমিকা।
সৌমিকা ঘোষের মা শিল্পা ঘোষ,বাবা মানব ঘোষ। তবে এই সাফল্যের জন্য সবথেকে বেশি পরিশ্রম করছে মা শিল্পা। নিজের মেয়েকে বিভিন্ন কায়দায় তিনি এইসব জিনিস শিখিয়েছেন। মা শিল্পা ও বাবা মানব জানান, মোবাইলে মেয়ের প্রতিভার ভিডিও পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।
ভিডিও দেখে বিস্মিত হয় কর্মকর্তারা এবং যোগাযোগ করেন সৌমিকার পরিবারের সঙ্গে। তারপরেই মঞ্জুর হয় বিশেষ সম্মান। মা শিল্পা ও বাবা মানবের একমাত্র মেয়ে সৌমিকার এই অসামান্য সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও। তার প্রতিভা তাক লাগিয়েছে গোটা এলাকার মানুষকে।

