সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: শুক্রবার ১৯,ডিসেম্বর :: মাতৃত্বের কারণে অভিনয় থেকে কিছুদিনের বিরতির পর আবার শুটিং ফ্লোরে ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত।
‘মিশকা’ চরিত্রে খলনায়িকার ভূমিকায় দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটি শেষে নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’–র হাত ধরেই আবার টেলিভিশনে নিজের জার্নি শুরু করলেন।
শুটিংয়ে ফিরলেও মেয়েকে একা রেখে নয়—সদ্যোজাত কন্যাকে নিয়েই ফ্লোরে হাজির হচ্ছেন অহনা। বাংলা সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, তাঁর মেয়ে তাঁকে ছাড়া থাকতে বেশ অভ্যস্ত। কখনও কোনও অসুবিধা হলে তবেই মাকে খোঁজে, কান্নাকাটিও খুব একটা করে না।
বাবা দীপঙ্করের সঙ্গে একদিন শুটিং ফ্লোরে এসেছিল সে, আর সেদিনই অনেকের মন্তব্য—মেয়ের মুখের সঙ্গে বাবার মিলই বেশি।
নতুন কাজ প্রসঙ্গে অহনা জানান, এই ধারাবাহিকে আপাতত তাঁকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে। তবে ভবিষ্যতে গল্পের প্রয়োজনে সেই চরিত্রে বদল আসবে কি না, তা এখনও তিনি নিশ্চিত নন।
তাঁর কথায়, চরিত্রটির লুক এতটাই সাধারণ যে দর্শকের কাছে তাঁকে পাশের বাড়ির মেয়ের মতোই মনে হবে এবং খুব সহজেই দর্শক চরিত্রটির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবেন।

