নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইছাপুর :: ইছাপুর রাইফেল ফ্যাক্টরী তে শুরু হলো স্বাধীনতার আমল থেকে তৈরি ও বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের প্রদর্শনী।যেখানে ছাত্র ছাত্রীরা ছুয়ে দেখল সেই সমস্ত ঐতিহাসিক ও বর্তমান প্রযুক্তিতে তৈরী সয়ং সম্পূর্ণ যুদ্ধাস্ত্র ।
স্বাধীনতার 75 তম বর্ষপূর্তি উপলক্ষে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।ইছাপুর রাইফেল ফ্যাক্টরি তে উৎপাদিত বিভিন্ন সমরাস্ত্রের উদ্বোধন হলো রাইফেল ফ্যাক্টরির নিজস্ব ক্যাম্পাসে। এই প্রদর্শনী ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে বলে জানা যায়।
প্রথম দিনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের শুরু করে সাধারণ মানুষদের এই প্রদর্শনী চাক্ষুষ প্রত্যক্ষ করানো হয় । নতুন প্রজন্মের শিশুরা যারা মোবাইল গেমে বন্দুক দেখে অভ্যস্ত তারা প্রদর্শনীতে এসে এই সমস্ত অস্ত্র চাক্ষুষ দেখে খুবই আনন্দিত।