নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শনিবারে ২০,ডিসেম্বর :: বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত গোহালীয়াড়া শনি দেবের মন্দিরের সামনে ধান বোঝাইকারী লরির কারণে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়। যানজটের ফলে উত্তেজিত জনতার ভিড় জমে যায় এবং তারা ক্ষুব্ধ হয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে তৎপরতার সাথে সাধারণ মানুষ এবং পথচারী মানুষকে সামাল দিয়েছে সুরজিৎ ঘোষাল এবং মধু রজক। সাধারণ মানুষ থাকে শুরু করে বাঁচাদের ও প্রচুর ক্ষতি হতে পারতো। সুরজিৎ ঘোষাল এবং মধু রজকএর তৎপরতে সমস্ত কিছু স্বাভাবিক হয়।

