চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সম্পূর্ণ পৌরসভার বোর্ড আজ থেকেই তাদের ক্ষমতাচ্যুত হল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২০,ডিসেম্বর :: আরবান ডেভেলপমেন্ট থেকে আজ বসিরহাটের SDO দপ্তরে নোটিশ আসে । বসিরহাট পৌরসভার যে পরিচালন বোর্ড সেই বোর্ড ভেঙে দেওয়ার জন্য ।

সেই নোটিশ SDO দপ্তর থেকে বসিরহাট পৌরসভা সহ পৌরসভার ২৩ জন কাউন্সিলরকেই সেই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সম্পূর্ণ পৌরসভার বোর্ড আজ থেকেই তাদের ক্ষমতাচ্যুত হল ।প্রশাসক হিসেবে দায়িত্বভার নিলেন বসিরহাটের মহকুমা শাসক । বসিরহাট পৌরসভায় ২৩ টি ওয়ার্ড । ২৩ টি ওয়ার্ডে ২০ জন তৃণমূলের কাউন্সিলর , ১ জন বিজেপির কাউন্সিলার, ১জন কংগ্রেসের কাউন্সিলর, আর ১জন তৃণমূলের কাউন্সিলর মৃত ।

বহুদিন ধরেই পৌরসভার কাউন্সিলরদের ভেতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছিল । যে কারণে উন্নয়ন থমকে ছিল । এরপর সরকারি ভাবে তদন্ত শুরু হয়। তদন্তের পর আজ সন্ধ্যায় মহকুমা শাসকের দপ্তরে নোটিশ এসে পৌঁছায় ।

পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র একটি মেলার (বসিরহাট স্বাস্থ্য ও সংস্কৃতি মেলা) উদ্বোধন অনুষ্ঠানে ব্যস্ত থাকায় তার সঙ্গে যোগাযোগ করা না গেলেও ভাইস চেয়ারম্যান-সুবীর সরকার বলেন-আরবান ডেভেলপমেন্ট থেকে মহাকুমা শাসকের দপ্তরে নোটিশ আসে ।

সেই নোটিশ আমাদের প্রতিটি কাউন্সিলারের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে । আজ থেকে পৌরসভার বোর্ড ভেঙে গেল । মহকুমা শাসক পৌরসভার দায়িত্বে ।

আর এই বিষয়ে বসিরহাটের বাসিন্দা শান্তনু চক্রবর্তী বলেন-বসিরহাটে ভোট হয় না । বুথ দখল করে তৃণমূল জিতে পৌরসভা দখল করে । পৌর নাগরিকরা কোন পরিষেবা পায় না ।

পরিষেবা থেকে পুরোপুরি বঞ্চিত বসিরহাট পৌরনাগরিকরা । বসিরহাট পৌরসভার বোর্ড ভেঙ্গে গেছে খুব ভালো হয়েছে । অনেকদিন আগে এই বোর্ড ভেঙে যাওয়া উচিত ছিল । আশা করবো মহাকুমা শাসক ভালোভাবে চালাবে । নতুন বোর্ড গঠন হলে তারাও ভালোভাবে পরিষেবা দেবে নাগরিককে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 18 =