নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শনিবারে ২০,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জ বিধানসভার বাইলানি ফুটবল মাঠে বিরোধী দলনেতার প্রকাশ্য সংকল্প জনসভা ছিল আর সেখানেই বিতর্ক বেড়েছে ।
সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী সমর্থকরা সবাই বিদ্যমান নির্ধারিত সভা ছিল দুপুর দুটোয় কিন্তু তার আগেই জানা যায় সভা বাতিল ।
হাইকোর্টে অনুমতি চাওয়া হয়েছিল শুধু মিছিলের। সবার জন্য নয় এমনটাই নির্দেশ হাইকোর্টের সেই মান্যতা মেনেই শুভেন্দু অধিকারী মিছিল করেন। প্রায় দু কিলোমিটার বাইলানি পর্যন্ত মিছিল করেন তারপর তিনি বক্তব্য রাখেন ।
প্রশ্ন হচ্ছে বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলার নেতৃত্বে জনসভার আয়োজন করা হয়েছিল সেই মতো দুর্গম প্রান্তিক অঞ্চল থেকে কর্মী সমর্থকরা বাইলানী ফুটবল মাঠে ভিড় জমান তারপরে জানতে পারেন এখানে সভা হবে না শুধু মিছিল হবে।
একরাশ হতাশ ক্ষোভ তারা বলেন আমরা সবাই বক্তব্য শোনার জন্য এসেছিলাম প্রচুর জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন অনেকে। অনেকে জানেন সভার অনুমতি দেয়নি আদালত চক্রান্ত করে বিরোধীরা এটা আটকেছেন
কিন্তু বাস্তবে দেখা গেছে হাইকোর্টে শুধু মিছিল করার জন্য অনুমতি নেওয়া হয়। সভার জন্য নয়। তাহলে কি বিজেপি নেতা কর্মী সমর্থকদের নিয়ে ছেলে খেলা করা হলো সেই প্রশ্ন আজকে উঠে গেল

