বন্ধ হয়ে যাক আইপিএলের নিলাম! কোটি কোটি টাকা ওড়ানোর পরই ‘পাল্টি’ কেকেআরের কোচের

সজলা দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবারে ২০,ডিসেম্বর :: হাতে ছিল প্রায় ৬৪ কোটি টাকা। আইপিএলের মিনি নিলামে সেই অর্থ প্রায় পুরোটাই খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স।

ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় দলে নিয়ে আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম দামী চুক্তিও করেছে কেকেআর।

কিন্তু নিলাম শেষ হতেই চমকপ্রদ মন্তব্য করলেন নাইট কোচ অভিষেক নায়ার। তাঁর মতে, আগামী দিনে আইপিএলে নিলাম ব্যবস্থাই তুলে দেওয়া উচিত। তবে এই মন্তব্য বিদেশি ক্রিকেটারদের নিয়ে নয়। নায়ারের বক্তব্য মূলত ঘরোয়া, বিশেষ করে ‘হোম প্রোডাক্ট’ ক্রিকেটারদের নিয়ে।

উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন অঙ্গকৃষ রঘুবংশীর নাম। মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটারকে ছোট বয়স থেকেই তৈরি করেছে কেকেআর অ্যাকাডেমি। মেগা নিলামের আগেই তাঁকে রিটেন করেছিল নাইট শিবির। নায়ার স্পষ্ট জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে যাদের গড়ে তোলা হয়, নিলামে অন্য দলে চলে গেলে তা দুঃখজনক।

সেই কারণেই তাঁর বিশ্বাস, ভারতের টি-টোয়েন্টি লিগে আগামী কয়েক বছরের মধ্যে নিলাম না থাকাই ভালো। এখানেই থামেননি কেকেআর কোচ। অঙ্গকৃষের প্রশংসায় পঞ্চমুখ নায়ার বলেন, “১১ থেকে ২০ বছর বয়স পর্যন্ত ও কেকেআরের সঙ্গেই ছিল।

আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি অঙ্গকৃষ। ও একমাত্র ক্রিকেটার যাকে পুরোপুরি নিজেদের প্লেয়ার বলা যায়। সবাই বলে আমরা তিনবার চ্যাম্পিয়ন হয়েছি বলে জার্সিতে তিনটি তারা। আমি বলি, অঙ্গকৃষ আমাদের জার্সির চতুর্থ তারা।” উল্লেখযোগ্যভাবে, গত দুই মরশুমে ২২ ম্যাচে ১৪৫ স্ট্রাইক রেটে ৪৬৩ রান করেছেন অঙ্গকৃষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =