বহরমপুরে এসএসআই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও ‘মৃত্তিকা হাট’-এর সূচনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: শনিবারে ২০,ডিসেম্বর :: পশ্চিমবঙ্গ সমবায় উন্নয়ন নিগম এর বহরমপুর প্রকল্পের উদ্যোগে আনন্দধারা এর অধীনে এসএসআই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এবং ‘মৃত্তিকা হাট’-এর সূচনা হলো । মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বানজেটিয়া প্রশিক্ষণ কেন্দ্রে।

এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি।এদের মধ্যে উল্লেখযোগ্য রামকৃষ্ণ মিশন আশ্রম, সারগাছির সচিব স্বামী বিশ্বময়ানন্দ মহারাজজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করন।

প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডিআরডিসি ও আনন্দধারা-র অতিরিক্ত ডিএমডি ডঃ সুকান্ত সাহা; অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, গীতিকার, কবি ও সমাজকর্মী ডঃ শতরূপা সান্যাল।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বহরমপুরের বানজেটিয়ায় অবস্থিত রেসিডেনশিয়াল ট্রেনিং সেন্টারে। সেখানে ফিতে কেটে দুটি ট্রেনিং হলের উদ্বোধন করা হয় একটিতে প্রশিক্ষণ হবে ট্রেলারিং এবং অপরদিকে হবে বিউটিশিয়ান ট্রেনিং ।

এর পরে ভাকুড়িতে ডব্লিউবিসিডিএস এর অফিসের নিচে উদ্বোধন করা হলো মৃত্তিকা হাটের। যেখানে অল্প দামে মানুষ জিনিস পত্র কিনতে পারবে। আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ কর্মসূচি ও ‘মৃত্তিকা হাট’ গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের আর্থিক ও বিপণন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =