নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২১,ডিসেম্বর :: বিজেপির সাথে গোপন আঁতাত রেখে এসআইআর করছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ। দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে যুব তৃণমূলের উদ্যোগে হয় এই কর্মসূচি। নেতৃত্ব দেন রাজ্য তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা।
উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, যুব সভাপতি পার্থ দেয়াসী, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন ধর্মেন্দ্র যাদব, দুই নম্বর ব্লকের সভাপতি শিফুল সাহা তিন নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি ঋত্বিক রায়, রাজু সিং প্রমুখ। সুদীপ রাহা বলেন,”রাজ্যের মানুষকে বিপাকে ফেলার চক্রান্ত করছে কেন্দ্রীয় বিজেপি সরকার।
বন্দে মাতারামকে অপমান করছে ওরা। এসআইআর করে বহু নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিল।আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আন্দোলন করছি। যোগ্য ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চেষ্টা চলছে কিন্তু আমরা তা হতে দেব না। আমরা বাংলার প্রতিটি মানুষের পাশে আছি।”

