নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: রবিবার ২১,ডিসেম্বর :: কাঁকসা ব্লকের কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো কাঁকসা ব্লকের বীজ খামারে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকরা,
পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধক্ষ সমীর বিশ্বাস, কাঁকসা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়জিৎ মন্ডল, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত,গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ ব্লকের কৃষকরা।
এদিন এলাকার কৃষকদের উন্নত প্রযুক্তির সাহায্যে কিভাবে চাষ করে অধিক মুনাফা পাওয়া যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকার কৃষকদের জন্য যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলি করেছে সেই প্রকল্পের মাধ্যমে চাষের ক্ষেত্রে কৃষকরা কি কি সুবিধা পাবে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন।
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, তিনি নিজেও একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষকদের সাথে সময় কাটাতে তিনি ভালোবাসেন।
সেই কারণে কাঁকসার বীজ খামারে কৃষকদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাদের কৃষি ক্ষেত্রে কৃষকরা কিভাবে আরো উন্নত মানের চাষ করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় কৃষকদের সাথে |

