ভোটারের খসড়া তালিকায় তিনি মৃত, অথচ তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাবনি :: রবিবার ২১,ডিসেম্বর :: আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকে সালানপুর গ্রামের মাঝি পাড়ার বাসিন্দা ৭০ বছরের ভীমচন্দ্র মন্ডল SIR খসড়া ভোটার তালিকায় নিজের নাম দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ।

ভোটারের খসড়া তালিকায় তিনি মৃত, অথচ তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন। শুধু তাই নয় তার সঙ্গে থাকা ওই বাড়িতেই একই পরিবারের তার দিদি ৮৮ বছরের সারথী মন্ডল খসড়া ভোটার তালিকায় তাকে নিখোঁজ বলে দেখানো আছে। আর এতেই রীতিমত বিস্মিত মন্ডল পরিবার।

গত ২৮ শে নভেম্বর একসাথে সমস্ত ফর্মগুলি ফিলাপ করে আমাদের নিজেদের এলাকার ১৪৪ নম্বর বুথের বিএলও কে জমা দেওয়া হয়েছিল।পরিবারের অনান্য সদস্যদের নাম খসড়া তালিকায় এলেও বাকিদের খুঁজতে গিয়ে দেখা গেল

৭০ বছরের বৃদ্ধ ভীম চন্দ্র মন্ডল এর নাম মৃত বলে দেখাচ্ছে।আর ৮৮ বছরের বৃদ্ধা সারথি মন্ডল এর নাম নিখোঁজ বলে জানতে পারছি।এই নিয়ে বিপাকে পড়েছেন ওই পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + three =