নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: রবিবার ২১,ডিসেম্বর :: নলহাটির ঐতিহ্যবাহী নলাটেশ্বরী মন্দিরে পুজো দিলেন হাওড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউসকর। তার সঙ্গে ছিলেন তার স্ত্রীও। সূত্রের খবর, তারা রামপুরহাট থেকে নলহাটিতে এসে মন্দিরে পুজো অর্চনা করেন।
জেনারেল ম্যানেজারের নলহাটি সফরকে কেন্দ্র করে স্থানীয় স্তরে বিশেষ গুরুত্ব পায় বিষয়টি। নলহাটি নাগরিক মঞ্চের সদস্য, নলহাটি ব্যবসায়িক সমিতির প্রতিনিধিরা এবং বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, জাতীয় কংগ্রেসের বদরুদ্দোজা, এবং সিপিএমের পক্ষ থেকে গোরাচাঁদ গুপ্ত জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নলহাটি রেলস্টেশনে একাধিক দূরপাল্লার ও গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজের দাবিতে আবেদন জানানো হয়। স্থানীয়দের দীর্ঘদিনের এই দাবির বিষয়ে জেনারেল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে।

