বিশ্বকাপ দলে শুভমান গিলের বাদ পড়া নিয়ে স্তম্ভিত গাভাসকর, বললেন ‘মনে হয় নজর লেগেছে’

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ২১,ডিসেম্বর :: কয়েকদিন আগেও যিনি ছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক, সেই শুভমান গিলের টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়া যেন বিশ্বাসই করতে পারছেন না সুনীল গাভাসকর।

বিসিসিআই ঘোষিত ১৫ সদস্যের দলে গিলের নাম না থাকায় রীতিমতো চমকে গিয়েছেন ‘লিটল মাস্টার’। তাঁর মতে, টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত শুধু অপ্রত্যাশিত নয়, বরং স্তম্ভিত করার মতো। গাভাসকর স্পষ্টই বলেন, শুভমান একজন ‘ক্লাসি’ ক্রিকেটার, যাঁর ব্যাটিং ক্ষমতা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না।গিলের সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনার মাঝেও তাঁর পাশে দাঁড়িয়েছেন গাভাসকর। তিনি মনে করিয়ে দেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কয়েকটি ম্যাচে রান না পেলেও, ক্লাস কখনও হারায় না। গাভাসকরের কথায়, “ফর্ম সাময়িক, কিন্তু ক্লাস স্থায়ী।

দীর্ঘ বিরতির পর দলে ফিরে ছোট ফরম্যাটে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা সহজ নয়। ছন্দ না থাকায় ওর বিপক্ষে গিয়েছে।”

অন্যদিকে, নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, গিলকে ফর্মের জন্য নয়, টিম কম্বিনেশনের কারণেই বাদ দিতে হয়েছে। তাঁর মতে, এই মুহূর্তে দলে বিকল্পের অভাব নেই এবং কাউকে না কাউকে বাদ পড়তেই হত।

তবে গাভাসকর গিলের বাদ পড়ার পিছনে আরেকটি অদ্ভুত কারণও দেখছেন। খানিক কুসংস্কারের সুরে তিনি বলেন, সম্প্রতি একই ফ্লাইটে গিল ও সূর্যকুমার যাদবের সঙ্গে সফর করার সময় লক্ষ্য করেছেন, গিলের ঘাড় ও হাঁটুর চোট বেশ অস্বাভাবিক।

তাঁর মন্তব্য, “মনে হয় কারও নজর লেগেছে। কখনও কখনও কুনজরের বিষয়টা সত্যিই কাজ করে।” গাভাসকরের এই মন্তব্য ইতিমধ্যেই ক্রিকেটমহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 12 =