নদিয়ার হাঁসখালি কাণ্ডে ৯ জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট মহকুমা আদালত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: সোমবার ২২,ডিসেম্বর :: নদিয়ার হাঁসখালি কান্ডে ৯ জনকে দোষী সাব্যস্ত করলো রানাঘাট মহকুমা আদালত। ২০২২ সালের এপ্রিল মাসে নদিয়ার হাসখালী থানার নাবালিকাকে ধর্ষন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে মারার অভিযোগ ওঠে সোহেল গয়ালী সহ মোট ৯ জনের বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরে চলা সাক্ষ্য প্রমাণ ও তদন্তের ভিত্তিতে ৯ জনকে দোষী সাব্যস্ত করলো রানাঘাট মহকুমা আদালত। প্রসঙ্গত ২০২২ সালে এপ্রিল মাসে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে নাবালিকাকে ধর্ষন করা হয়।

ধর্ষণের পর বাড়িতে পৌঁছে দেয় নাবালিকাকে এরপর বাড়িতে এসে পেটে ব্যথা ও রক্তক্ষরণ শুরু হয় নাবালিকার স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ওষুধ খাওয়ানো হয়েছিল নাবালিকাকে। এরপর তার মৃত্যু হয়।

মৃত্যুর সমস্ত রকম প্রমাণ লোপাট করার জন্য স্থানীয় শ্মশানে পুড়িয়ে মারার অপরাধে মূল অভিযুক্ত সোহেল গয়ালী সহ মোট ৯ জনকে আজ দোষী সাব্যস্ত করে রানাঘাট মহকুমা আদালত।

২০২২ সালের হাঁসখালির ঘটনা নিয়ে পুলিশ সিআইডি এবং সবশেষে সিবিআই তদন্তভার গ্রহণ করে। হাসখালি নাবালিকা ধর্ষণ কান্ড নিয়ে গোটা রাজ্য নড়েচড়ে বসেছিলো।

হাসখালীর এই ঘটনায় রাজ্যজুড়ে শুরু হয়েছিল আন্দোলন। পুলিশি নিষ্কৃয়তা নিয়ে গর্জে ওঠে নদিয়া সহ রাজ্যের মানুষ।উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি।

কয়েকদিনের মধ্যে চাপের মুখে স্থানীয় থানার ওসি ও পুলিশ সুপারকে বদলি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে চলা এই মামলা, বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ও তদন্ত শেষে আজ ধৃত ৯ জনকে দোষী সাব্যস্ত করলো রানাঘাট মহকুমা আদালত। আগামীকাল রায় ঘোষণা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =