নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২২,ডিসেম্বর :: মালদার মানিকচক থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ভূতনী ব্রীজ থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কলেজ ছাত্রী।
সোমবার এই ঘটনাকে ঘিরে জোর ‘চাঞ্চল্য ছড়াল মানিকচকের মথুরাপুর শংকরটোলা সংলগ্ন ভূতনী ব্রীজ এলাকায়।
জানা গেছে, মৃত ছাত্রীর নাম মাধুরী কর্মকার। বয়স ২০ বছর। বাড়ি ভূতনীর উত্তর চন্ডীপুরের পুলিনটোলায়। সে মানিকচক কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিল।
পরিবার সূত্রে খবর, সোমবার সকালের দিকে মাধুরী মথুরাপুর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু মথুরাপুর যাওয়ার পথে হঠাৎ করেই ভূতনী ব্রীজ থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে বসে।
পরে স্থানীয়রা তাকে তড়িঘড়ি জল থেকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে মানিকচক থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে।

