নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মস্কো, ডেস্ক :: সোমবার ২২, ডিসেম্বর :: রাশিয়ার রাজধানী মস্কোর ব্যস্ত এলাকায় একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় একজন শীর্ষস্থানীয় রুশ সেনা কর্তা নিহত হয়েছেন। সোমবার ভোরে সংঘটিত এ ঘটনায় গোটা মস্কোতে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।
রুশ তদন্ত সংস্থার সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি রুশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল। তিনি নিজ বাসভবনের কাছে পার্ক করা গাড়িতে ওঠার মুহূর্তে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলেই গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের নীরবতা ভেঙে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে মানুষ নিরাপদ স্থানে সরে যায়।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফালিন সারভারোভের ‘হত্যা’র তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে সন্দেহ করা হচ্ছে, এই ঘটনার নেপথ্যে হাত রয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনীর।
উল্লেখ্য, এই ধরনের ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে রাশিয়ায়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে মস্কোতে একটি ইলেকট্রিক স্কুটারে বোমা বিস্ফোরণের জেরে নিহত হয়েছিলেন রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ ।
এই হামলার দায় স্বীকার করেছিল ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা পরিষেবা। গত এপ্রিল মাসে রুশ সেনাবাহিনীর আরও এক ঊর্ধ্বতন কর্তা লেফটেন্যান্ট ইয়ারোস্লাভ মোসকালিকের মৃত্যু হয়েছিল গাড়ি বিস্ফোরণে আর এবার গাড়ি বিস্ফোরণে নিহত হলেন জেনারেল ফালিন সারভারোভ ।

