শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে দেবানন্দপুরে মশাল দৌড়, উদ্যোগে সৃজনী সংস্হা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলী :: মঙ্গলবার ২৩,ডিসেম্বর :: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়নগর মজিলপুরের সৃজনী সংস্হার উদ্যোগে মঙ্গলবার সকালে হুগলীর দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মভিটা থেকে মশাল দৌড় ও পদযাত্রার আয়োজন করা হয়।মশাল দৌড়ের সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, গ্রন্থাগারিক সুকুমার হাঁসদাসহ বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন শরৎচন্দ্র স্মৃতি পাঠাগারের সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাক্তন গ্রন্থাগারিক, গ্রাম সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

দৌড়ের শুরুতে অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হয়। সৃজনী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই মশাল দৌড়ের মাধ্যমে সার্ধশতবর্ষ উদযাপনের সূচনা ও সমাপ্তি ঘোষণা করা হবে এবং আগামী পাঁচদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =