নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: মঙ্গলবার ২৩,ডিসেম্বর :: হাসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দোষী ৯ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন ও ২ জনকে শর্ত সাপেক্ষে জামিন ও বাকিদের ৫ বছরের সাজা শোনালো রানাঘাট পসকো আদালত।
সূত্রের খবর, ২০২২ সালের এপ্রিল মাসে হাসখালি থানার বগুলায় বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণ ধর্ষণের শিকার হন এক নাবালিকা। পরে তাকে খুন করে দেহ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়।
সেই মামলায় রাজ্য পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পরে সেই তদন্তভার আদালতের নির্দেশে যায় সিবিআই এর কাছে।
আর সেই মামলাতেই সোমবার অভিযুক্তদের মধ্যে ৯ অভিযুক্তকে দোষী সাবস্ত করে রানাঘাট মহকুমা আদালত। মঙ্গলবার সেই দোষীদের সাজা শোনাতে গিয়ে বিচারক সৌমেন গুপ্তা ৯ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারা দণ্ডের সাজা শোনান।
পাশাপাশি এই ঘটনায় দোষী সাব্যস্ত ১ নাবলক সহ ২ জনকে ৫০ হাজার টাকার বন্ডে শর্ত সাপেক্ষে ১ বছরের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি বাকি ৪ জনকে ৫ বছরের সশ্রম কারা দণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক।

