নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিনিকেতন :: মঙ্গলবার ২৩,ডিসেম্বর :: শান্তিনিকেতনে শুরু হলো ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলা। ১৮২ বছরে পদার্পণ করল এই ঐতিহাসিক উৎসব।
শান্তিনিকেতনের ছাতিমতলা প্রাঙ্গনে আজ ভোরের প্রথম আলোয় শুরু হলো বাংলার ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলা। এ বছর এই উৎসব ১৮২তম বছরে পদার্পণ করল, যা শান্তিনিকেতনের সাংস্কৃতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
ভোরের নিস্তব্ধতাকে ভেঙে রবীন্দ্রসংগীত ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সূচনা হয় এই উৎসবের। শান্ত, স্নিগ্ধ ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান যেন শান্তিনিকেতনের চিরায়ত ঐতিহ্য ও মানবিক চেতনাকে নতুন করে অনুভব করিয়ে দেয়।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, সহ বিশ্বভারতীর বিভিন্ন স্তরের অধ্যাপক, কর্মী ও শিক্ষার্থীরা। পাশাপাশি দেশ-বিদেশ থেকে আগত বহু পর্যটকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ছাতিমতলা চত্বর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।

