নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গারামপুর :: মঙ্গলবার ২৩,ডিসেম্বর :: ডুপলিকেট আঠার বিরুদ্ধে অভিযান পুলিশের। ঘটনায় প্রায় ১৫০০ ডুপ্লিকেট আঠা উদ্ধার করল গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সহ বংশীহারী থানার পুলিশ।
বুনিয়াদপুর পুরসভা এলাকায় ডুপলিকেট আঠার বিরুদ্ধে অভিযানে নামল একটি কোম্পানি সহ পুলিশের দল।
ঘটনায় চাঞ্চল্য ব্যবসায়ী মহলে। জানা গেছে দীর্ঘদিন ধরে একটি আঠার কোম্পানি ডুপলিকেট হিসেবে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। সেই কারণে পিডিও লাইট কোম্পানির লোকজন ডুপ্লিকেট আঠার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল কে অভিযোগ করে।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী বুনিয়াদপুর এলাকার ৪ টি দোকানে অভিযান চালায়।
অভিযান চালিয়ে মোট ১৫০০ প্যাকে ট ডুপলিকেট আঠা উদ্ধার করে। পরবর্তীতে চারটি দোকানের বিরুদ্ধে বংশীহারী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে পিডিও লাইট কোম্পানি ।

