পরিবর্তন সংকল্প জনসভা থেকে শাসক দলকে হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: বুধবার ২৪,ডিসেম্বর :: রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার কল্যাণী বিধানসভার আলাইপুরে অনুষ্ঠিত ‘পরিবর্তন সংকল্প জনসভা’ থেকে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক কড়া মন্তব্য করেন।এদিনের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় সহ বিজেপির জেলা নেতৃত্ব। সভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।

আলাইপুরের যে স্কুল মাঠে সভার আয়োজন করা হয়, তা কানায় কানায় ভরে ওঠে সাধারণ মানুষের উপস্থিতিতে।সভায় বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, “ওপার বাংলায় হারমোনিয়াম ভাঙা হচ্ছে, আর এপার বাংলায় সঙ্গীতশিল্পীদের উপর অত্যাচার নেমে এসেছে।” পাশাপাশি তিনি দাবি করেন, “সনাতনীরা জাগলে কী হতে পারে, তা আজ কলকাতার মানুষ দেখেছে।”

হাঁসখালি গণধর্ষণ ও খুনের মামলায় এদিনই রানাঘাট মহকুমা আদালতের সাজা ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি শাসক দলকে কটাক্ষ করেন। দোষীদের তালিকায় তৃণমূল নেতার নাম থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “এটাই আজকের বাংলার বাস্তব ছবি।”

সভা থেকে মিঠুন চক্রবর্তী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছাব্বিশে পরিবর্তন নিশ্চিত। সনাতনীরা জেগে উঠেছে।” তাঁর এই বক্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়।রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই জনসভা নতুন করে আলোড়ন ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 18 =