নলহাটিতে ফসল গবেষণার আড়ালে বৃক্ষ নিধনের অভিযোগ: কৃষি গবেষণা কেন্দ্র ঘিরে ক্ষোভ, রাতের অন্ধকারে কাঠ পাচারের দাবি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: নলহাটিতে ফসল গবেষণার আড়ালে বৃক্ষ নিধনের অভিযোগ: কৃষি গবেষণা কেন্দ্র ঘিরে ক্ষোভ, রাতের অন্ধকারে কাঠ পাচারের দাবি

ফসল চাষের নামে পরিকল্পিতভাবে বড় বড় গাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে নলহাটি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রকে ঘিরে।স্থানীয় বাসিন্দাদের দাবি, গবেষণার অজুহাতে একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে এবং সেই কাঠ রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে গবেষণা কেন্দ্রের চত্বরটি শিশু, যুবক ও প্রবীণদের প্রাতঃভ্রমণ ও শরীরচর্চার শান্ত পরিবেশ হিসেবে পরিচিত ছিল। ঘন সবুজে ঢাকা এলাকায় সকালের নির্মল বাতাসে হাঁটতে অভ্যস্ত ছিলেন বহু মানুষ। কিন্তু সম্প্রতি নির্বিচারে গাছ কাটার ফলে সেই পরিবেশ আজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

“কৃষি গবেষণা কেন্দ্র মানেই তো পরিবেশবান্ধব কর্মকাণ্ড। অথচ এখানে যা হচ্ছে, তা পরিবেশ ধ্বংসের নামান্তর। দিনের আলোয় গাছ কাটা হয়, আর রাত হলেই কাঠ গায়েব হয়ে যায়—এটা কি গবেষণার অংশ?”

স্থানীয়দের দাবি, অবিলম্বে এই বৃক্ষ নিধন বন্ধ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। একই সঙ্গে—কারা গাছ কাটার অনুমতি দিয়েছে, কাটা কাঠ কোথায় পাচার হচ্ছে— এসব বিষয় খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসীর একাংশ হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। এ বিষয়ে প্রশাসন বা কৃষি গবেষণা কেন্দ্র কর্তৃপক্ষের আধিকারিক কে জানতে চাইলে ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + one =