স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ , বাঁচানোর জন্য তীব্র লড়াই স্বামীর

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: প্রতিদিনের মতন মঙ্গলবার নিজের স্ত্রী ও কয়েকজন সঙ্গীকে নিয়ে সুভাষ নায়েক পাথরপ্রতিমা ব্লকের বিজিয়াড়া জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল। তারা যখন খাঁড়িতে কাঁকড়া ধরছিল সেই সময় জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে এক ডোরাকাটা ।

নৌকায় বসে থাকা সুভাষ এর স্ত্রীর ঘাড়ের উপর ঝাপিয়ে পড়ে সে । এরপর স্ত্রীকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই শুরু করে সুভাষ ও তার সঙ্গীরা। বেশ কিছুক্ষণ ধরে চলে লড়াই । হাতের কাছে নৌকার বৈঠা এবং লাঠি দিয়ে ক্রমাগত বাঘটিকে আক্রমণ করতে থাকে তারা।

বাঘে মানুষে লড়াই চলার পর অবশেষে রনে ভঙ্গ দেয় দক্ষিণ রায় । শিকার ছেড়ে কলস জঙ্গলে গাঢাকা দেয় সে । এরই মধ্যে ক্ষতবিক্ষত শংকরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে ।

এ বিষয়ে সুভাষ নায়েক জানান, প্রতিদিনের মতনই কাঁকড়া ধরার উদ্দেশ্যে কলস জঙ্গলের বিজিয়াড়া এলাকায় গিয়েছিলাম । সেই সময় আমার স্ত্রীর ওপর জঙ্গল থেকে একটি বাঘ আক্রমণ করে। সেই দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি ।

এরপর আমি চিৎকার শুরু করি আমার সঙ্গে থাকা সঙ্গীরা ঘটনাস্থলে আসে । বাঘের সঙ্গে দীর্ঘ লড়াই চলে । অবশেষে ক্ষতবিক্ষত অবস্থায় আমার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।

এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা মুখ্য বন আধিকারিক (DFO) নিশা গোস্বামী জানান, বাঘের আক্রমণের খবর ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে আহত ওই মহিলা চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nineteen =