নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: দুই পড়শির ব্যক্তিগত বিবাদে মহিলাকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত রানা সিংকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৫ জুলাই কাঁকসা থানার মুচিপাড়া কুসুমতলা এলাকায়।
প্রতিবেশী রানা সিং ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে মুনি মুর্মু (৩০)-কে। ওই হামলায় গুরুতর জখম হন উত্তম মুর্মু, যিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রক্তাক্ত অবস্থায় মুনি মুর্মুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পরপরই কাঁকসা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে রানা সিংকে দোষী সাব্যস্ত করে আদালত।সরকারি আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায় জানান, “সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করেছে নিহতের পরিবার।

