সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: আদালতের নির্দেশ মেনে বুধবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে পৌঁছান।
কড়া নিরাপত্তার মধ্যে তিনি আশ্রমে প্রবেশ করে পুজো দেন। পুজো শেষে তিনি স্থানীয় ভারত সেবাশ্রম সঙ্ঘের শাখায় যান এবং সেখানে কিছু সময় কাটান।তাঁর আগমন ঘিরে গঙ্গাসাগর এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
এদিন স্থানীয় চৌরঙ্গি এলাকায় একটি জনসভায় যোগ দেন তিনি। সভাকে কেন্দ্র করে সকাল থেকেই সভামঞ্চে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
পুলিশ ও প্রশাসনের তরফে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কপিলমুনি আশ্রম, ভারত সেবাশ্রম সঙ্ঘ ও সভাস্থলের আশপাশে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । গোটা ঘটনার উপর প্রশাসনের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো।

