বড়দিনে আলোর মালায় সেজে উঠল হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ, প্রার্থনা সভায় বিশিষ্টজনদের উপস্থিতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যান্ডেল :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: বড়দিন উপলক্ষে হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ আলোর মালায় সেজে উঠেছে। খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই দিনে চার্চ চত্বরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

শান্তি, সৌহার্দ্য ও মানবকল্যাণের বার্তা নিয়ে অনুষ্ঠিত এই প্রার্থনা সভায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এই প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।

পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তিন নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মণ্ডল।

এছাড়াও খ্রিস্টান ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও চার্চ কর্তৃপক্ষ অনুষ্ঠানে অংশ নেন। বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চে আলোকসজ্জা ও প্রার্থনার মধ্য দিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধের বার্তা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের শেষে সকলের জন্য শান্তি ও সমৃদ্ধির কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 3 =