সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে, শুরু করেছিলেন নতুন জীবন। তাঁদের বিয়ের ছবি কার্যত সোশ্যাল মিডিয়ার সবার নজর জুড়িয়ে দিয়েছিল।
এবার সন্তানের বাবা মা হতে চলেছেন অভিনেতা রণদীপ হুডা আর তাঁর স্ত্রী লিন লাইশরাম। সদ্য সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে নিলেন এই তারকা দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় সদ্যই জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন রণদীপ হুডা। বন্ধু ও পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে বিশেষ দিনটি কাটিয়েছেন তাঁরা। রঙ-মিলান্তি করে পোশাক পরেছিলেন লিন আর রণদীপ। ২ জনেই সাদা বেছেছিলেন এই দিনের জন্য। বাড়িতে আয়োজন হয়েছিল পার্টির।
পরিবারের সবাই উপস্থিত ছিলেন, গোলাপী ফুল ও বেলুনে সেজে উঠেছিল ঘর। স্টেটমেন্ট ইয়ার রিং আর খোলা চুলে, নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন লিন লাইশরাম।ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা। কবে ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান?সেদিকে নজর ভক্তদের।

