আইসিসি র‍্যাঙ্কিংয়ে বুমরাহ–কামিন্সের লড়াই, তিলকের দারুণ উত্থান

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৯। খুব কাছেই আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, যাঁর রেটিং ৮৪৯।

অ্যাশেজের প্রথম দু’টি টেস্ট খেলতে না পারলেও তৃতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন কামিন্স। ওই ম্যাচে ১১৭ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ৮৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের নোমান আলি।ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আফগানিস্তানের রশিদ খান। তাঁর পরেই জোফরা আর্চার ও কুলদীপ যাদব। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এক নম্বরে বরুণ চক্রবর্তী, যিনি সম্প্রতি ৮০৪ রেটিং পয়েন্ট পেয়ে নজির গড়েছেন। ব্যাটিংয়ে ওয়ানডেতে রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রথম দুই স্থানে, পাঁচ নম্বরে শুভমান গিল এবং দশে শ্রেয়স আইয়ার।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বড় সাফল্য পেয়েছেন তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সর্বোচ্চ রান করে এক ধাপ উঠে তিনি এখন তৃতীয় স্থানে। টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষে জো রুট, দ্বিতীয় কেন উইলিয়ামসন।

ট্রেভিস হেড চার ধাপ উঠে স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। ভারতের মধ্যে প্রথম দশে একমাত্র যশস্বী জয়সওয়াল (অষ্টম), আর শুভমান গিল রয়েছেন ১১ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + fifteen =