বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায় একটি শ্রাদ্ধ বাড়িতে খাওয়া-দাওয়া করে অসুস্থ প্রায় ৫০ জন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায় একটি শ্রাদ্ধ বাড়িতে খাওয়া-দাওয়া করে অসুস্থ প্রায় ৫০ জন। এখনো পর্যন্ত প্রতিনিয়তই কালনা মহকুমা হসপিটাল এবং মন্তেশ্বর হসপিটালে ভর্তি হচ্ছেন রোগীরা।

পাতলা পায়খানা এবং সেই সঙ্গে বমি উপসর্গ নিয়ে। এখনো প্রায় শিশু, মহিলা, পুরুষ মিলিয়ে কুড়িজন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। এছাড়াও মন্তেশ্বর হসপিটালেও রয়েছে বেশ কিছুজন ভর্তি। হসপিটালে ভর্তি থাকা রোগীদের তরফে জানা গিয়েছে, সোমবার গ্রামে একজনের মৃত্যু হয়।

আর সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছিল গ্রামের অনেক মানুষ সেখানে খাদ্যে কোন রকম বিষক্রিয়া হয়ে, নানান উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে বহু মানুষ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =