বড়দিনে অভিনব সচেতনতা ট্রাফিক ওসির বর্ধমানে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: উৎসবের আনন্দকেই হাতিয়ার করে অভিনব পদ্ধতিতে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দিলেন ট্রাফিক পুলিশ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জনগেটে দেখা গেল এক অন্য ছবি—চালান নয়, কেক খাইয়ে সচেতনতা।যে সব বাইক আরোহী হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন কিংবা তিন জন নিয়ে বাইকে যাতায়াত করছিলেন, তাঁদের থামিয়ে কেসের বদলে কেক খাইয়ে সচেতন করা হয়। বড়দিনের দিনে এমন ব্যবহার পেয়ে প্রথমে কিছুটা অবাক হলেও, পরে হাসিমুখেই ট্রাফিক পুলিশের বার্তা গ্রহণ করেন বাইক আরোহীরা।

এই অভিনব উদ্যোগের নেপথ্যে ছিলেন বীরহাটা ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি। তাঁর উদ্যোগে উৎসবের দিনে পথ নিরাপত্তার গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও সহজ ও মানবিকভাবে তুলে ধরা হয়। “হেলমেট জীবন বাঁচায়” আর “ট্রিপল রাইডিং বিপজ্জনক”—এই বার্তা কড়া ভাষায় নয়, কেকের মিষ্টতায় পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 9 =