নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: আগুন লেগে পুড়ে গেল দুটি ট্রলার। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎই এফবি লোকনাথ নামক একটি ট্রলারে আগুন জ্বলতে দেখা যায়। এরপরই স্থানীয় বাসিন্দারা বালতি করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান।
কিন্তু বাতাস থাকায় কিছুক্ষণের মধ্যে সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পাশে থাকা আরও একটি ট্রলারে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে ও কাকদ্বীপ থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। কিন্তু প্রবল লেলিয়ান শিখা থাকায় আগুন নেভাতে দমকলকে বেশ বেগ পেতে হয়।
দীর্ঘ কয়েক ঘন্টা পর দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। যদিও কিভাবে আগুন লাগল পুলিশ ও দমকল বিভাগ তদন্ত শুরু করেছে।

