নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৭, ডিসেম্বর :: কুলদীপ সেঙ্গারের জামিন ইস্যুতে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের, শশী পাঁজার তীব্র মন্তব্য। উত্তরপ্রদেশের বিজেপি নেতা কুলদীপ সেঙ্গারের জামিন নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।
দলের মুখপাত্র শশী পাঁজা এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। শশী পাঁজার বক্তব্য, বিজেপির প্রকৃত লক্ষ্য ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’ নয়, বরং ‘ধর্ষকদের বাঁচানো’। তিনি অভিযোগ করেন, নারী নিরাপত্তা নিয়ে বিজেপি শুধু স্লোগান দেয়, বাস্তবে সেই স্লোগানের সঙ্গে তাদের কাজের কোনও মিল নেই।
শশী পাঁজা বলেন, কুলদীপ সেঙ্গারের মতো একজন দোষী সাব্যস্ত ব্যক্তির জামিন পাওয়া নারী নিরাপত্তার প্রতি চরম অবহেলার প্রমাণ। তৃণমূলের দাবি, এই ধরনের সিদ্ধান্ত সমাজে ভুল বার্তা দেয় এবং অপরাধীদের আরও সাহস জোগায়।
তিনি আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার নারী নির্যাতনের ঘটনা সামনে এলেও দলীয় নেতৃত্ব নীরব থাকে। তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয়েছে

