বালাজী এগ্রো প্রোডাক্টস থেকে ২৫ টন গোবিন্দ ভোগ চাল বোঝাই একটি লরি উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৭, ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুরে অবস্থিত বালাজী এগ্রো প্রোডাক্টস থেকে ২৫ টন গোবিন্দ ভোগ চাল বোঝাই একটি লরি উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
তবে ফিল্মি কায়দার এই চুরির ঘটনার পর পুলিশও দেখাল ফিল্মি তৎপরতা—মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চাল ও লরি উদ্ধার করে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
রাইস মিল সূত্রে জানা যায়, পলেমপুরের পায়োনিয়ার ট্রান্সপোর্ট মারফত একটি লরিতে ২৫ টন গোবিন্দ ভোগ চাল লোড করা হয়। গাড়িটি কেরল যাওয়ার কথা ছিল। লরির নম্বর ছিল WB15B 6597।
কিন্তু লরির চালক বা মালিক—কারও সঙ্গেই যোগাযোগ করা যায়নি। সন্দেহ ঘনীভূত হলে লরির নম্বর ধরে খোঁজ চালিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য—উল্লিখিত নম্বরটি ভুয়ো, এমনকি গাড়ির মালিকানার তথ্যও জাল। পরে জানা যায়, ওই নম্বরের আসল গাড়ির মালিক হুগলি জেলায় অবস্থান করছেন।
বিষয়টি জানাজানি হতেই ট্রান্সপোর্ট মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এটিকে “বড় ভুল” বলে স্বীকার করেন। এরপর রাইস মিল কর্তৃপক্ষ মাধবডিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই মাধবডিহি থানার ওসি-র নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়।
তদন্তে নেমে পুলিশ নদীয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই মধ্যে চাকদা এলাকা থেকে মিলন দাস ওরফে সমীর (বয়স ৪৪) এবং কৃষ্ণনগর কোতুয়ালি থানা এলাকা থেকে তাপস শর্মা ওরফে পল্টু (বয়স ৩১)—এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, হুগলি নদীর পাড়ের বলাগড় এলাকা থেকে ৩৮০ বস্তা চালসহ লরিটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চাল ও গাড়ি থানায় নিয়ে আসা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পিছনে সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে মাধবডিহি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 5 =