নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: শনিবার ২৭, ডিসেম্বর :: শপিং মলের ভেতরেই এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে। মৃত যুবকের নাম তাপস সাউ (২২)। তিনি এগরা শহরের স্মার্ট বাজারের উপরে ভূমি রিজেন্সি ‘-এর কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাপস দীর্ঘ দিন ধরেই ওই শপিং মলে কর্মরত ছিলেন। মলের ভেতরেই তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান অন্যান্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃত যুবকের বাড়ি মোহনপুর ব্লকের লালবাজার পলাশীয়া এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত কোনো সমস্যার কারণেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই যুবক।
তবে আত্মহত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ নিহতের সহকর্মী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।
শপিং মলের মতো একটি জনবহুল এবং সুরক্ষিত স্থানে এই ধরনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

