নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ২৭, ডিসেম্বর :: পাহাড় থেকে সমতল—রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে বঙ্গ, দক্ষিণবঙ্গেও ঠান্ডার দাপট স্পষ্ট।
আবহাওয়া দফতরের মতে, ২৬ ডিসেম্বর কলকাতায় মরশুমের শীতলতম দিন—পারদ নেমেছে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ৪৮ ঘণ্টায় শীত আরও ‘ফুল অ্যাকশন’-এ যাবে বলেই ইঙ্গিত, বছরের শেষ দিকে ঠান্ডা বাড়বে আরও।
আপাতত শীতের কাঁপুনি বজায় থাকবে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আরও ২–৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। নিউ ইয়ারেও জাঁকিয়ে শীত থাকার সম্ভাবনা। ধাপে ধাপে দিনে ও রাতে তাপমাত্রা নামবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে।
পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার দাপট বেশি থাকবে, কোথাও কোথাও পারদ নামতে পারে ১০ ডিগ্রির নিচে। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা কমতে পারে, যদিও আপাতত কোনও সতর্কতা জারি নেই।
উত্তরবঙ্গে শীত আরও তীব্র—কোচবিহার, আলিপুরদুয়ারে শীতল দিনের পরিস্থিতি, দার্জিলিং ও পার্বত্য এলাকায় কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশা। শনি–রবিবার আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদ নামার পর, ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত।

