মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে বিপত্তি ! ২২ জন পর্যটকের প্রাণ বাঁচালো হ্যাম রেডিও এবং পুলিশ প্রশাসন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: রবিবার ২৮,ডিসেম্বর :: রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান টানটান উত্তেজনার মধ্যে পুলিশ প্রশাসন এবং হ্যাম রেডিও সহযোগিতায় প্রাণে বাঁচলো ২২ জন পর্যটক।

মাঝ নদীতে বিকল হয়ে পড়ে ইঞ্জিন এরপর ক্রমাগত ভাসতে থাকে নদীতে ভাসতে ভাসতে গভীর সমুদ্রে চলে যাচ্ছিল পর্যটকেরা এরপর রুদ্ধশ্বাস অভিযান পুলিশ প্রশাসনের ও হ্যাম রেডিওর।

রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার ২২ জন পর্যটক। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে পিকনিক করার উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোপালনগর পঞ্চায়েত এলাকা থেকে ২২ জন পর্যটক একটি ট্রলারে করে চড়ুইভাতী করার উদ্দেশ্যে জলপথে রওনা দিয়ে পূর্ব মেদিনীপুরের দিঘাতে পৌঁছান।

গত ২৬ শে ডিসেম্বর চড়ুইভাতী শেষ করে বাড়িতে ফেরার উদ্দেশ্যে ২২ জন পর্যটক সহ ওই ট্রলারটি রওনা দেয় পাথরপ্রতিমার উদ্দেশ্যে। পূর্ব মেদিনীপুরের দিঘার হুগলি নদীর ধরে পাথরপ্রতিমা দিকে আসার সময় হঠাৎই মোহনার কাছে ওই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ভাসতে শুরু করে পর্যটকেরা।

মোহনার কাছে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে স্রোতের টানে গভীর সমুদ্রের দিকে ক্রমাগত এগিয়ে যেতে থাকে বাইশ জন পর্যটকের ট্রলার। উদ্ধারের জন্য চিৎকার শুরু করে দেয় পর্যটকেরা ক্রমাগত স্রোতের টানে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে ট্রলার। মোবাইল ফোনের টাওয়ার বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এরপর ওই ট্রলারে থাকা এক পর্যটক কোনক্রমে হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করে। এরপর শুরু হয় উদ্ধার কাজ হ্যাম রেডিওর পক্ষ থেকে যোগাযোগ করা হয় মৎস্য দপ্তরে এর পাশাপাশি যোগাযোগ করা হয় উপকূল রক্ষী বাহিনীর সাথে।

এরপর উপকূল রক্ষী বাহিনী এবং মৎস্য দপ্তর এবং হ্যাম রেডিওর ও পুলিশ প্রশাসনের তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। ততক্ষণে পর্যটকদের ওই ট্রলার স্রোতের টানে গভীরে চলে যাচ্ছে।সেই সময় প্রাণ বাঁচাতে ও সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয় পর্যটকেরা। মৎস্য দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার মৎস্যজীবীদের কে জানানো হয় মৎস্যজীবীরাও ওই ট্রলার থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকার্যে নেমে পড়ে।

বেশ কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টার পরে উদ্ধার হয় পর্যটকদের ট্রলার। এরপর পর্যটকদের ট্রলারের অবস্থান জানানো হয় পূর্ব মেদনীপুর জেলা পুলিশকে। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের নেতৃত্বে শুরু হয় উদ্ধার কাজ। ২২ জন পর্যটক সহ ওই ট্রলারটিকে উদ্ধার করা হয়।

প্রাণে বাচলো পর্যটকেরা। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে তিনি জানান, পাথর প্রতিমা থেকে ২২ জনের পর্যটকদের একটি দল পিকনিক করার উদ্দেশ্যে ট্রলারে করে দিঘাতে এসেছিল।

পিকনিক করে ফেরার পথে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করা হয়। এরপর আমরা উদ্ধার কাজ শুরু করি। পর্যটক সহ ওই ট্রলারটিকে আমরা উদ্ধার করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =