নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: রবিবার ২৮,ডিসেম্বর :: জাগ্রত এবং ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার অলংকার চুরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বড়বাজার এলাকায়।
জানা যায়, বড়বাজার এলাকায় একটি সিদ্ধেশ্বরী মাতার মন্দির রয়েছে। দীর্ঘ প্রাচীন এবং জাগ্রত এই সিদ্ধেশ্বরী মাতার মন্দির। শান্তিপুর তো বটেই দূর-দূরান্ত থেকেও ভক্তরা আসে এই মন্দিরে পুজো দিতে।
বিভিন্ন ভক্তের উপকার হেতু ভক্তরা বিভিন্ন প্রকারের সোনা ও রুপোর সামগ্রী এই মন্দিরে দান করে থাকেন। সিদ্ধেশ্বরী মাতার গোটা শরীরে বিভিন্ন অলংকারে সাজানো থাকে।
এবার আনুমানিক রাত নটা নাগাদ দুষ্কৃতীরা তালা ভেঙে মন্দিরে ঢুকে মূর্তির শরীরে থাকা সমস্ত গহনা নিয়ে চম্পট দেয় তারা। স্থানীয়দের দাবি যারা রাতে পাহারা দেয় তারা সেই সময় খেতে গিয়েছিল। ঠিক সেই সুযোগে চোরের দল এই ঘটনা ঘটিয়েছে।
কিন্তু প্রশ্ন উঠছে শান্তিপুর বড়বাজার মানেই প্রচুর মানুষের ভিড় থাকে। কিন্তু সকলের নজর এড়িয়ে কিভাবে চোরের দল এত বড় ঘটনা ঘটিয়ে দিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।

