নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: রবিবার ২৮,ডিসেম্বর :: নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালী ট্যাবলো ভাঙচুর অভিযোগে বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ার ভাই গৌরাঙ্গকে ঘোড়াকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীকে হেনস্তা করেছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন।
প্রসঙ্গত গত নন্দীগ্রাম থানায় ভেকুটিয়া অঞ্চলের উন্নয়নের পাঁচালী যে টেবলো প্রচার করছিল সেই ট্যাবলো বিজেপি ভাঙচুর করেছে বলে তৃণমূল অভিযোগ করে নন্দীগ্রাম থানায় ।
সেই ঘটনায় নন্দীগ্রাম থানা পুলিশ গিয়ে আজ নন্দীগ্রামের মঙ্গলপুর এলাকায় গৌরাঙ্গ ঘোড়াকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে সেইসঙ্গে তার স্ত্রীকে হেনস্থা করে বলে অভিযোগ ।
এরপর নন্দীগ্রাম থানায় ঢোকেন শুভেন্দু অধিকারী । থানায় গিয়ে পুলিশকে ধমক দেন । বলেন রন্ধ্রে রন্ধ্রে সব লোক ধরে আছে। মমতাকে হারানোর লোক আমি। পাঁচ বছর সরকার চালাতে দিইনি।
শুভেন্দু অধিকারী থানায় ঢুকে পুলিশকে ধমক দেন । এই নিয়ে আগামী ৩১ ডিসেম্বর মামলা হবে। মন্ডল সভাপতির ভাই গৌরাঙ্গ ঘোড়াকে গ্রেফতার করেছে। আগামী ৩১ ডিসেম্বর থানা ঘেরাও হবে এই নিয়ে। শুভেন্দু অধিকারী আরো অভিযোগ করেন চটি পরা পুলিশ তার শ্বশুর বাড়িতে গিয়েছিল ।
অপরদিকে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন শুভেন্দু অধিকারী অনেক ধমক চমক দেন বাস্তবে কোন কাজই তিনি করতে পারেন না।
তিনি আরো বলেন শুভেন্দু অধিকারী যে দলে আছেন সেই দল কোন উন্নয়ন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়ন করছেন এবং তার পাঁচালী বার করেছেন বলে, এটা তাদের গাত্রদাহ হচ্ছে। তাই তারা ভাঙচুর করেছেন
তারা কথায় কথায় ই ডি, সি বি আই করেন তাদের কাছে মিথ্যা অভিযোগ করেন আর আজকে তিনি মিথ্যার বেসাতি করে নন্দীগ্রামের থানা ঘেরাও করতে এসেছেন।

