নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আউশগ্রাম :: রবিবার ২৮,ডিসেম্বর :: ২৬ এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশ। আর এই আবহে মুড়িমুড়কির মত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে ঝুড়ি ঝুড়ি বোমা। পিচকুড়ি গ্রামের জল ট্যাংকের কাছে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়।
পাশের মাঠেই চলছে চাষের কাজ। কেউ যাতে বোমের কাছে যেতে না পারে তারজন্য পুলিশি পাহারা ছিল প্রচন্ড। সিআইডি বোম স্কোয়াডের একটি টিম এসে বোমগুলোকে নিষ্ক্রিয় করে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূলের কমিটি ঘোষণা করেন।
আর তৃণমূলের জেলা কমিটির নাম ঘোষণা ঘিরে আউশগ্রামে গোষ্ঠী সংঘর্ষ, হামলা ও বোমাবাজির অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় পঞ্চায়েত সদস্যার বাড়ি সহ দুটি গ্রামের একাধিক বাড়িতে। বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । আতঙ্কিত এলাকাবাসী।

