নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ২৮,ডিসেম্বর :: পূর্ব বর্ধমানের কালনার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ মন্ডল, হালিশহরের এক নেশা মুক্তি কেন্দ্রে খুন হয়েছে দাবি পরিবারের । গত আগস্ট মাসের ২৮ তারিখে ওই নেশা মুক্তি কেন্দ্রে রেখে আসা হয় বিশ্বজিৎ মন্ডলকে।
প্রত্যেক মাসে ১৫ হাজার টাকা করে দেয়া হতো সেখানে ২৫ ডিসেম্বর হঠাৎ ফোন আসে শ্বাসকষ্টে অসুস্থ বিশ্বজিৎ তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকেরা হসপিটালে বিভিন্ন জায়গায় খুঁজো তাকে না পেয়ে পুলিশের দারস্থ হয় , তখন জানা যায় সে মারা গিয়েছে।
পরবর্তীকালে ফোনে যোগাযোগ করলে ওই সংস্থার লোকেদের কাউকেই ফোনে পাওয়া যায় না। শনিবার পরিবার দাবি করেন তাকে পিটিয়ে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীরা শাস্তি পাক।

