নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৮,ডিসেম্বর :: বঙ্গে SIR প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল । ম্যাপিংয়ে না থাকা সকলকেই এবার ডাকা শুরু করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়াকেই কমিশনের তরফে হিয়ারিং বলা হচ্ছে।
পূর্ব বর্ধমানের প্রত্যেকটি ব্লকে ব্লকে যাদের ভোটার লিস্টে অসংগতি আছে তাদের হিয়ারিংয়ে ডেকে তাদের নথি দেখার কাজ চলছে,
সকাল থেকে ব্লক অফিসে রয়েছে ভিড়।তবে অনেকেরই অভিযোগ ২০০২ ভেটার লিস্টে নাম থাকার পরেও তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে আমজনতার।
কারো কারো নামের বানান ভুল রয়েছে তাদের ডাকা হয়েছে সাধারণ মানুষের অভিযোগ ভুল করবে সরকারি কর্মচারীরা আর সাধারণ মানুষকে হয়রানি শিকার হতে হচ্ছে।
দিপালী মজুমদার বলে একজন ভোটার জানান আমার ২০০২ ভোটার লিস্টে নাম রয়েছে আমার পাসপোর্ট রয়েছে তা সত্ত্বেও আবার আমার বাড়িতে হিয়ারিং এর নোটিশ দেয়া হয়েছে। অভিযোগ করে তিনি বলেন আমর বয়স হয়েছে ঠিক করে হাঁটতে পারিনা তারপরেও আমাকে কষ্ট করে আসতে হলো খুবই অসুবিধার মধ্যে পড়েছি।

