পথসভায় তৃনমূল কংগ্রেস ছেড়ে তৃনমূলের ৪ নং বুথের প্রাক্তন বুথ সভাপতি সমীর রায়, তৃনমূল নেতা সন্তোষ রায় ও উজ্জল রায় বিজেপি দলে যোগদান করলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ২৯,ডিসেম্বর :: ভারতীয় জনতা পার্টি মেখলিগঞ্জ বিধানসভার মেখলিগঞ্জ ১ নং মন্ডলের রানীরহাট বাজারে ২ নং শক্তিকেন্দ্রের পরিবর্তন সংকল্প পথসভা অনুষ্ঠিত হলো।

উক্ত পথসভায় তৃনমূল কংগ্রেস ছেড়ে তৃনমূলের ৪ নং বুথের প্রাক্তন বুথ সভাপতি সমীর রায়, তৃনমূল নেতা সন্তোষ রায় ও উজ্জল রায় আজকে তৃনমূলের দূর্নীতি ও স্বজন পোষনের বিরুদ্ধে আজকে তারা বিজেপি দলে যোগদান করলেন।

নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জ ১ নং মন্ডলের সভাপতি সঞ্জীব চন্দ্র রায় ।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ২ নং মন্ডলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন,রানীরহাট অঞ্চল বিজেপির কনভেনার মিনু গোপাল রায়, জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য সন্তোষ রায় সহ অন্যান্য নেতৃত্ব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 7 =