নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ২৯,ডিসেম্বর :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের অর্থানুকূল্যে আজ মেখলিগঞ্জ ব্লকের রানীর হাট অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয়।
অলোকঝারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে দোমুখা বিবেকানন্দ ক্লাব পর্যন্ত প্রায় ২.৫৫০ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। এই প্রকল্পে মোট বরাদ্দ অর্থের পরিমাণ ১ কোটি ৪৪ লক্ষ ৪৫ হাজার ৭৭৬ টাকা।
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীর হাট অঞ্চলের প্রধান অপর্ণা রায়, উপ-প্রধান উৎপল রাউত, পঞ্চায়েত সদস্য সুকলা রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই রাস্তা নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে এবং সামগ্রিকভাবে অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে বলে মত প্রকাশ করেন বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।

