নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৯,ডিসেম্বর :: ৯০ ছুঁই ছুঁই মহিলা কেও সশরীরে শুনানি কেন্দ্রে তলব। একইভাবে শুনানিতে হাজির পক্ষাঘাত জনিত সমস্যায় ভোগা মহিলা ভোটার। মালদহের জেলা স্কুল শুনানি কেন্দ্রে এমনই ছবি ধরা পড়ায় উঠেছে প্রশ্ন।
ছেলে খোকন দাসের দাবি, বয়স এবং শারীরিক সমস্যা কথা জানানোর পরেও শুনানি থেকে ছাড় দেওয়া হয়নি। এনিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, মালদা শহরের মনস্কামনা পল্লীর বাসিন্দা মা ঝর্ণা দাস, আর পক্ষাঘাতজনিত সমস্যায় আক্রান্ত মেয়ে অঞ্জনা দাসকে এদিন মালদা জেলা স্কুল শুনানি কেন্দ্রে ডাকা হয়।
চরম শারীরিক সমস্যার মধ্যেও মা আর বোনকে নিয়ে শুনানি কেন্দ্রে আসেন খোকন দাস। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, কয়েকদিন পরেই মা ৯০ বছরে পা দেবেন। দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন। কিন্তু, তাঁদের শুনানিতে ডাকা হয়েছে। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে শুনানি না করে বাধ্য করা হয়েছে শুনানি কেন্দ্রে আসতে।
এভাবে প্রবীণ ভোটারের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি না করে কেন শুনানি কেন্দ্রে তলব তা নিয়ে ক্ষোভ জানান অনেকেই। তবে শুধু তাঁরাই নয়, এদিন মালদহে জেলা স্কুল শুনানি কেন্দ্রে দেখা যায় দীর্ঘক্ষন কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে মহিলারা।
আবার অনেক প্রবীণ মানুষও দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন প্রচন্ড ঠান্ডার মধ্যেও। শুনানি প্রক্রিয়ায় অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

