নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৩০,ডিসেম্বর :: চোখে দেখা যাচ্ছে না কষ্ট। কুঁজো ৭৫ বছরের প্রৌঢ়া জামাইয়ের কাঁধে ভর করে হাজির হলেন ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে।
দুর্গাপুরের ইস্পাত নগরীর বাসিন্দা ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে ১১৯ নম্বর বুথে ভোট দিয়ে এলেও হঠাৎ জানানো হয়, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই।
সেই কারণেই শুনানিতে হাজির হতে বাধ্য করা হয় তাঁকে। পরিবারের অভিযোগ, শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও বাড়িতে যাচাই না করে শুনানি কেন্দ্রে ডেকে এনে অমানবিক আচরণ করা হয়েছে।
রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, শারীরিকভাবে অক্ষম ভোটারদের নাম মুছে দেওয়ার চক্রান্ত চলছে।
বিজেপির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তোলার কথা জানানো হয়েছে।

